কৃষ্ণচূড়া এমন একটি ফুল যা সকলেই পছন্দ করে । সবুজ পাতার আড়ালে ফুটে উঠা লাল রঙের ফুলটির যেন কোন তুলনাই হয় না। এই ফুলটি সবসময় ফুটে না। শুধুমাত্র বসন্তকালে কৃষ্ণচূড়া প্রকৃতিতে অপরূপ সুন্দরভাবে ফুটে উঠে। নিচে এই ফুল নিয়ে কিছু ক্যাপশন, স্ট্যাটাস ও উক্তি তুলে ধরা হল এই পোস্টে ।
কৃষ্ণচূড়া ফুল নিয়ে ক্যাপশন
১। আমার কাছে গোলাপ নয়, কৃষ্ণচূড়া সকল ফুলের রানী।
২।পড়ন্ত বিকেলে কৃষ্ণচূড়া তোমাকেই দেখতে ইচ্ছে করে,
৩। কৃষ্ণচূড়া ফুল মানেই মুগ্ধতা ,এক টুকরো হাসি-
৪। প্রচন্ড মন খারাপে কৃষ্ণচূড়া ফুল মানেই মন ভালো হয়ে যাওয়া।
৫। তুমি কি আসবে আমার কাছে কৃষ্ণচূড়া ফুল হাতে নিয়ে।
৬। আমি একরাশ মুগ্ধতা নিয়ে তোমার দিকে তাকিয়ে থাকি হে কৃষ্ণচূড়া ফুল।
৭।আমি কৃষ্ণচূড়ার প্রেমে পড়ে গেছি।
৮। তোমার চুলের বিনুনি আমি কৃৃষ্ণচূড়া ফুল দিয়ে গেঁথে দিবো প্রিয়।
৯। কৃৃষ্ণচূড়ার লাল রঙ যেন তোমার কথা মনে করিয়ে দেয় আমাকে।
১০।সবুজ পাতার আড়ালে কৃষ্ণচূড়া যেন সূর্যের লাল রঙ।
১১।ঝরে পরা কৃষ্ণচূড়ার শুকনো লাল পাপড়ি যেন পুরনো স্মৃতিতে ভেসে আসা দিনগুলির কথা মনে করিয়ে দিল।
১২।আমি কৃষ্ণচূড়া ফুলের মায়াতে আটকে যেতে চাই সারাজীবনের জন্য।কৃষ্ণচূড়া নিয়ে উক্তি
কৃষ্ণচূড়া ফুল নিয়ে উক্তি
১। কৃষ্ণচূড়া ফুল প্রকৃতির মাঝে ফুটে বলেই পৃথিবী এতো সুন্দর ।
২।আমি এই ফুলের মায়া কখনোই ছাড়তে পারবো না ।
৩। রাস্তার পাশে কৃষ্ণচূড়ার গাছ দেখলে মনটা আনন্দে ভরে উঠে, যেন হাতছানি দিয়ে একরাশ ফুল আমাকে ডাক দিচ্ছে ।কিন্তু আমি যে হাত বারিয়েও ছুতে পাইনি তাকে।।
৪। কৃষ্ণচূড়া ফুল মানুষের হৃদয়ে একধরনের প্রশান্তি আনে।
৫। এই ফুলের মধুর গন্ধ স্পর্শ করে আমি যেন আমার জীবনের মানে উপলব্ধি করতে পারি ।
৬। সবুজ পাতার ফাঁকে কৃষ্ণচূড়া যেন লাল রঙের মেলা বসিয়ে রাখে বসন্তকালে ।
৭। বইয়ের পাতায় গুঁজে রাখা সেই কৃষ্ণচূড়া ফুল, আজও আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয়।
৮। কৃষ্ণচূড়ার বৃষ্টি নামুক অঝরে ; আমি সেই বৃষ্টিতে ভিজতে চাই তোমাকে সাথে নিয়ে ।
৯।গহনা হিসেবে আমি তোমাকে কৃষ্ণচূড়ার মালা দিয়ে বরন করতে চাই।
১০। ওগো লাল রঙের কৃষ্ণচূড়া ফুল; তুমি কি হবে আমার কানের দুল।
কৃষ্ণচূড়া ফুল নিয়ে স্ট্যাটাস
আমরা অনেকেই কৃষ্ণচূড়া ফুল নিয়ে অনেক স্ট্যাটাস দিয়ে থাকি। আবার অনেকেই বসন্তের আগমনে কৃষ্ণচূড়া ফুলের ছবি দিয়ে স্ট্যাটাস দিই। কৃষ্ণচূড়া ফুল যেন আমাদের জীবনকে মোহিত করছে সব সময়। আমাদের এখানে কিছু ক্যাপশন উক্তি ওই স্ট্যাটাস দেওয়া হলো। যা আপনি আপনার যে কোন বন্ধুদের/আপনজনকে বসন্তের শুভেচ্ছা জানাতে পারেন এই স্ট্যাটাসগুলো দিয়ে।
১। কৃষ্ণচূড়ার লাল রঙে সকলের সকাল কাটুক মিষ্টি রোদের আলোতে।
২। একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুলের মাঝে আমি যেন তোমাকেই খুঁজে পাই সব সময়। তাইতো আমি কৃষ্ণচূড়া ফুলকে এত ভালোবাসি।
৩। কৃষ্ণচূড়ার মিষ্টি গন্ধে আমি যেন তোমারি সুগন্ধ পাই, মনে হয় তুমি আমারি কাছে আছো।
৪। তুমি আসবে বলে আমার ঘরের প্রতিটা কোন সাজিয়েছি কৃষ্ণচূড়া দিয়ে। যাতে তুমি সেই প্রথম দিনের কথা মনে করতে পারো যেদিন আমি তোমাকে প্রপোজ করেছিলাম কৃষ্ণচূড়া দিয়ে।
৫। ক্লান্তহীন বিকেলে আমি তোমাকে নিয়ে ভিজতে চাই কৃষ্ণচূড়ার বৃষ্টিতে। তুমি কি ভিজবে আমার সাথে ?
৬। বসন্তের সকালে আমি কৃষ্ণচূড়া ফুল আর তোমাকে নিয়ে কাটাতে চাই প্রিয়তমা।
৭ কৃষ্ণচূড়া ফুল যেমন তার পাতার মধ্যে থাকতে বেশি স্বাচ্ছন্দ বোধ করে, আমিও তেমনি তোমার সাথে থাকতে স্বাচ্ছন্দ বোধ করি।
৮। কৃষ্ণচূড়া ফুল ঝরা পথে হাঁটবো দুজন হাতে হাত রেখে মনের সুখে।
৯। কোন একদিন অজানা শহরে কৃষ্ণচূড়া ফুল হয়ে ঝরে পড়বো আমি তোমার সামনে, তুমি কি আমায় চিনতে পারবে?
১০। হঠাৎ বিকেলে প্রচন্ড ঝড়ো হাওয়ায় যখন আর কৃষ্ণচূড়া ফুল উড়ে এসে আমাকে স্পর্শ করে, তখন সেই স্পর্শ কে মনে হয় তুমি আমাকে স্পর্শ করছো ।
১১। কৃষ্ণচূড়া ফুল তোমার গন্ধে আমি এতটাই মাতোয়ারা যে আমার সবকিছু আমি গুলিয়ে যাই।
১২। কৃষ্ণচূড়া ফুল তোমার লাল রঙ আমাকে ভাসিয়ে নিয়ে যায় আমার কল্পনার জগতে, যেখানে আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন সাজাই।
১৩। তুমি কৃষ্ণচূড়া ফুলের মত এতটাই সুন্দর যে আমি তোমার দিক থেকে চোখ সরাতেই পারি না।
১৪। গ্রীষ্মের তপ্ত দিনের ক্লান্তি দূরে থাকে, যখন কৃষ্ণচূড়া দোল খায় সবুজ পাতার ফাঁকে। প্রচন্ড রোদেও যেন তার রূপের ঝলক বাড়ে, ঠিক তোমার মত।
১৫। বৃষ্টি ভেজা কৃষ্ণচূড়া যেন আরো সবার নজর কে নিয়ে যায়। দু এক ফোঁটা বৃষ্টি যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে।
১৬। তোমার দেওয়া কৃষ্ণচূড়া ফুলের মালা আমি সারা জীবন রেখে দেবো আমার বইয়ের ভাঁজে। যখন তোমার কথা মনে হবে তোমার দেওয়া চিঠি আর মালা বের করে তোমার কথা মনে করব।
১৭। সবশেষ এই পৃথিবীতে আবার যদি জন্ম নেই তাহলে কৃষ্ণচূড়া ফুল হয়ে জন্ম নেব, যাতে দূর আকাশের পাখির সাথে মেঘের সাথে কথা বলতে পারি।
সর্বশেষ কথাঃ
কৃষ্ণচূড়া এমন একটি ফুল যা দেখে মুগ্ধ ছোট বড় সকলেই। এই ফুলের সৌন্দর্যে সবাই প্রেমে পড়তে বাধ্য। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির মধ্যে সৃষ্টি হচ্ছে কৃষ্ণচূড়া ফুল, যার দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে সারাক্ষণ।যখন কৃষ্ণচূড়া ফুল ফোটে প্রকৃতি যেন তখন অন্যরকম সাজে সেজে উঠে ।রাস্তার দু ধারে কৃষ্ণচূড়ার গাছ যেন হাতছানি দিয়ে ডাকে সকলকে তার সৌন্দর্য দেখার জন্য। জীবনের সকল দুঃখ কষ্ট যেন কৃষ্ণচূড়াকে দেখলেই ভুলে যাওয়া যায়। এই ফুলের রূপের বর্ণনা করে শেষ করা যাবে না। যে একবার কৃষ্ণচূড়া ফুলের প্রেমে পড়েছে সে আর কখনো তাকে ভুলতে পারবে না।
কৃষ্ণচূড়া ফুল নিয়ে কিছু উক্তি, ক্যাপশন ও স্ট্যাটাস তুলে ধরা হয়েছে আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। আশা করি এরকম আরো অনেক ভালো ভালো পোস্ট পাবেন ।